স্ন্যাপচ্যাটের মতো ফিচার এবার হোয়াটসঅ্যাপে
শিগগিরই জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন কিছু ফিচার চালু করতে যাচ্ছে, যা অন্য আরেকটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের আদলে সাজানো। গত সোমবার থেকে চালু হওয়া হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারে থাকছে ছবি ও ভিডিওতে নানা রকমের ডুডল, ইমো কিংবা টেক্সট সংযুক্ত করার সুবিধা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
নতুন ফিচারের আপডেটটি বর্তমানে শুধু অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে আইওএস এবং অন্যান্য প্ল্যাটফর্মেও খুব দ্রুত আপডেটটি চলে আসবে।
হোয়াটসঅ্যাপে তোলা বিভিন্ন ছবি ও ভিডিওতে নানা ধরনের ক্যাপশনসহ ডুডল কিংবা ইমোজি বসানো যাবে আপডেট হওয়া অ্যাপে। একই সঙ্গে টেক্সট ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে ফন্টের রং এবং ধরন। আগের মতই, বিভিন্ন বন্ধুর সঙ্গে শেয়ার করা যাবে এসব ছবি ও ভিডিও।
আপডেটে আরো থাকছে হোয়াটসঅ্যাপের ইন-অ্যাপ ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ ব্যবহারের সুবিধা। কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে যা বেশ সহায়ক। তবে এ ক্ষেত্রে স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ফ্ল্যাশ যুক্ত থাকতে হবে।
যদিও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারগুলো বেশ সোজাসাপ্টা, তবে অ্যাপটির জন্য এ ধরনের পরিবর্তন খুব একটা নিয়মিত নয়। তা ছাড়া হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান ফেসবুকের দিকে অনেকেই আঙুল তুলছে স্ন্যাপচ্যাটের ফিচার ‘নকল’ করার অভিযোগে। এর আগে ফেসবুকের মালিকানাধীন আরেকটি অ্যাপ ইনস্টাগ্রামে স্ন্যাপচ্যাটের ‘স্টোরি’র আদলে তাদের একটি ফিচার চালু করে।