ইনস্টাগ্রামে আসতে পারে লাইভ ভিডিও
ইনস্টাগ্রামে আসতে পারে লাইভ ভিডিও সুবিধা। গত শুক্রবার একটি রাশিয়ান সংবাদমাধ্যমে লাইভ ভিডিও ফিচারসংবলিত ইনস্টাগ্রামের একটি স্ক্রিনশট প্রকাশিত হয়। ধারণা করা হচ্ছে, লাইভ ভিডিও নিয়ে পরীক্ষামূলক কাজ করছে ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ খবর।
রাশিয়ান এক ব্যবহারকারীর চোখে প্রথম ধরা পড়ে ইনস্টাগ্রামের নতুন এই ফিচার। তাঁর নেওয়া স্ক্রিনশটে দেখা গেছে, ইনস্টাগ্রামের ‘স্টোরিজ’ অংশের সর্বপ্রথম আইকনটিতে ‘লাইভ’ অপশন যুক্ত করা আছে। আরো কিছু স্ক্রিনশটে দেখা গেছে, স্টোরিজ ইন্টারফেজে ‘গো ইন্সটা’ বাটন যুক্ত থাকতে, যেটি মূলত লাইভ ভিডিও সম্প্রচারের বাটন হিসেবে ব্যবহৃত হতে পারে।
তবে এ ব্যাপারে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এখনই মুখ খুলতে নারাজ। রাশিয়ার সংবাদমাধ্যম ‘টি জার্নাল’-এ স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে ইনস্টাগ্রামের লাইভ ফিচারের প্রমাণ মিলেছে।
টি জার্নাল আরো জানিয়েছে, ‘লাইভ’ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ‘পপুলার লাইভ ব্রডকাস্ট’ নামে নতুন একটি সেকশন চালু হচ্ছে। তবে এর বেশি কিছু তাদের পক্ষে জানা সম্ভব হয়নি।
যদিও এখনই স্পষ্ট করে বলা অসম্ভব, ইনস্টাগ্রামে লাইভ ভিডিও সাধারণ পরীক্ষামূলক পর্যায়েই থেকে যাবে, নাকি আগামীতে ফিচার হিসেবে আসবে। তবে নতুন নতুন ফিচার আনার আগে নির্দিষ্ট এলাকায় ফিচারটি যাচাই-বাছাই করে দেখাটা ইনস্টাগ্রামের জন্য নতুন কিছু নয়।
মাত্র কিছুদিন আগেই ‘স্টোরিজ’ নামে নতুন সুবিধা এনেছে ইনস্টাগ্রাম। গত সপ্তাহ থেকে ‘স্টোরিজ’-এ এসেছে নতুন আপডেট। ‘এক্সপ্লোর’ সেকশনে এখন থেকে দেখা যাবে বিভিন্ন সাজেস্টেড অ্যাকাউন্টের ‘স্টোরি’।