হেডফোন জ্যাক ছাড়া স্মার্টফোন
হেডফোন জ্যাকের বিদায়ের ঘণ্টা বাজতে বুঝি আর দেরি নেই! অ্যাপল তাদের সর্বশেষ আইফোনে ছেটে ফেলেছে ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আইফোনের দেখাদেখি অনেক অ্যানড্রয়েড স্মার্টফোন থেকেও বাদ হয়ে যাচ্ছে হেডফোনের জন্য নির্ধারিত জ্যাক। মটোরোলা, লেইকোর মতো স্মার্টফোন নির্মাতারা তাদের কিছু স্মার্টফোনে এই পোর্ট রাখেনি। এবার এইচটিসি যোগ দিল এই তালিকায়। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
‘এইচটিসি বোল্ট’ নামের নতুন স্মার্টফোনটিতে আর থাকছে না ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক। তবে অন্যান্য ফিচারের দিক থেকে এইচটিসির ফ্ল্যাগশিপ এইচটিসি ১০-এর সাথে বেশ মিল রয়েছে বোল্টের।
এইচটিসি ১০-এর মতোই বোল্টে থাকছে ৫ দশমিক ৫ ইঞ্চি কোয়াড এইচডি পর্দা। নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে সূর্যের আলোতেও স্মার্টফোনের পর্দা বেশ স্পষ্ট দেখা যাবে। অন্যদিকে হোম বাটন এবং ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আছে পর্দার নিচে, ঠিক এইচটিসি ১০-এর মতো।
তবে এইচটিসি বোল্টকে নির্মাণ করা হয়েছে পানি এবং ধূলারোধী হিসেবে। তা ছাড়া ব্যাটারির দিক থেকেও এইচটিসির আগের ফ্ল্যাগশিপকে ছাড়িয়ে গেছে বোল্ট। ৩২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি ও কুইক চার্ক ২ দশমিক ০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বোল্টে।
ফোনটির মূল ক্যামেরা ১৬ মেগাপিক্সলের, যেখানে যুক্ত আছে ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। দ্রুত ফোকাস করার ব্যাপারে বোল্টের ক্যামেরা বেশ কার্যকরী।
তবে বোল্ট তার পূর্বসূরীর থেকে পিছিয়ে আছে প্রসেসর এবং র্যামের দিক থেকে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর থাকবে এই স্মার্টফোনে এবং সাথে র্যাম থাকবে ৩ জিবি। এইচটিসি ১০ এবং অন্যান্য প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপে ব্যবহৃত হচ্ছে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর এবং ৪ জিবি র্যাম।
তবে ফোনের ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২ জিবি, যা কিনা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বৃদ্ধি করা যাবে ২ টেরাবাইট পর্যন্ত। ফোনটি চলবে অ্যানড্রয়েট নুগাট অপারেটিং সিস্টেমে।
হেডফোন জ্যাক না থাকার কারণে এইচটিসি বোল্টের হেডফোনে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ-সি কানেক্টর। তবে আইফোন বা অন্যান্য ফোনের মতো এখানে ৩ দশমিক ৫ মিলিমিটার টু ইউএসবি পোর্টের জন্য কোনো কনভার্টার দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের বাজারে নির্দিষ্ট কেরিয়ারের আওতায় গত ১১ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে এইচটিসি বোল্ট।