কোয়ালকমের পরবর্তী চিপ স্ন্যাপড্রাগন ৮৩৫
স্মার্টফোন নির্মাতা কিংবা ক্রেতা উভয়ের জন্যই সুসংবাদ। আগামী বছর আসতে যাচ্ছে জনপ্রিয় স্মার্টফোন চিপ নির্মাতা কোয়ালকমের নতুন চিপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কোয়ালকম জানিয়েছে, তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ চিপের নাম হবে স্ন্যাপড্রাগন ৮৩৫। আকার, আকৃতি কিংবা গতি—সব দিক দিয়ে পূর্ববর্তী সব চিপকে ছাড়িয়ে যাবে নতুন চিপ।
স্যামসাং তাদের ১০ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করে স্ন্যাপড্রাগন ৮৩৫ তৈরি করবে, যার আকার আগে ছিল ১৪ ন্যানোমিটার। কোয়ালকমের বর্তমানে প্রচলিত সবচেয়ে শক্তিশালী চিপ স্ন্যাপড্রাগন ৮২০ কিংবা ৮২১-এও ব্যবহার করা হয়েছিল ১৪ ন্যানোমিটার প্রসেসর।
এই ১০ ন্যানোমিটার প্রযুক্তি স্মার্টফোনের গতি বৃদ্ধি করবে ২৭ শতাংশ পর্যন্ত। অন্যদিকে ব্যাটারি ব্যবহার কমাবে ৪০ শতাংশ পর্যন্ত। কোয়ালকমের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে প্রসেসরের আকার ছোট হওয়ার ফলে অন্যান্য যন্ত্রাংশ, যেমন—ব্যাটারির আকার ও শক্তি বৃদ্ধির সুযোগ তৈরি হলো।
স্ন্যাপড্রাগন ৮৩৫ কোয়ালকমের তৈরি নতুন কুইক চার্জ ৪ দশমিক ০ প্রযুক্তিকে সাপোর্ট করবে। কুইক চার্জ ৪ দশমিক ০-এর আওতায় মাত্র ১৫ মিনিটে স্মার্টফোনের ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হবে। এবং এই ৫০ শতাংশ চার্জ ব্যবহার করা যাবে একনাগাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত!
কোয়ালকম কর্তৃপক্ষ আশা করছে, তাদের ৮৩৫ চিপ ঠিক ৮২০ কিংবা ৮২১ চিপের মতো সাফল্যের মুখ দেখবে। এ বছরের সেরা ফ্ল্যাগশিপগুলোতে দেখা মিলেছে এ চিপ দুটির। তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৭, এলজি ভি২০ কিংবা গুগল পিক্সলের মতো বাজার মাতানো ফোনগুলো। তবে কোয়ালকমকে ৮১০ চিপ নিয়ে বেশ বেকায়দায় পড়তে হয়েছিল। অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে খুব অল্প স্মার্টফোনে ঠাঁই হয়েছিল চিপটির।
আগামী বছরের শুরুর দিকে বাজারে আসতে যাওয়া স্ন্যাপড্রাগন ৮৩৫-এর এমন সমস্যা থাকবে না বলেই আশা করা যায়। একই সঙ্গে আগামী বছরের সেরা ফ্ল্যাগশিপগুলোতে যে এই চিপের দেখা মিলছে, সেটিও ধরে নেওয়া যায়।