এক বছরে ফেসবুকে ১ কোটি ২০ লাখ ফলোয়ার মোদির
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে ফেসবুকে মোদির ফলোয়ার বেড়েছে এক কোটি ২০ লাখ। ফেসবুকের দেওয়া তথ্যে এ খবর জানানো হয়েছে।
বর্তমানে মোদির ফেসবুক পেজে রয়েছে দুই কোটি ৮০ লাখ ফলোয়ার। ফেসবুকের দেওয়া তথ্যমতে, ফলোয়ারের সংখ্যায় নরেন্দ্র মোদি হচ্ছেন এখন বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় নেতা। মোদির আগে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। চার কোটি ৩০ লাখ ফলোয়ার রয়েছে তাঁর ফেসবুকে।
মোদির পরের অবস্থানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ৭০ লাখ ফলোয়ার রয়েছে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে। এর পরে ৪০ লাখ ৫০ হাজার ফলোয়ার নিয়ে আছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মেক্সিকান প্রেসিডেন্ট পেনা নেইতো ৪০ লাখ ২০ হাজার ফলোয়ার নিয়ে আছেন তাঁর পরেই।
লোকসভা নির্বাচনের প্রচারের সময় থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন মোদি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে ফেসবুকে ৯০৮টি পোস্ট দিয়েছেন তিনি।
এর পাশাপাশি ইনস্টাগ্রামে মোদির আরো চার লাখ ৫৮ হাজার ফলোয়ার রয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে মোদি সর্বমোট ছয় লাখ ৩২ হাজার ২০০ লাইক পেয়েছেন।