বিজয়ের মাসে দেশের বাজারে ইনফিনিক্সের প্রথম ল্যাপটপ
বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ল্যাপটপ নিয়ে এলো ইনফিনিক্স। বাংলাদেশেই তৈরি ইনফিনিক্সের ‘ওয়াই টু প্লাস’ মডেলের ল্যাপটপটি এখন দারাজে পাওয়া যাচ্ছে। মডেলটির ৮জিবি থেকে ৫১২জিবি’র ভার্সন বাজারে আনা হয়েছে।
আজ বুধবার (৬ ডিসেম্বর) প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াই টু প্লাস মডেলের ল্যাপটপটিতে ১১প্রজন্মের কোরআই ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। দারাজ চেরাগ ক্যাম্পেইনের সঙ্গে বিশেষ অংশীদারিত্বে এই ল্যাপটপ বাজারে এসেছে। ৫ ডিসেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। অনলাইন ও অফলাইন দুইভাবেই ল্যাপটপটি কেনা যাবে।
ইনবুক ওয়াই টু প্লাস ল্যাপটপটির বাজার মূল্য ধরা হয়েছে ৫৮ হাজার ৯৯০ টাকা। তবে দারাজের ক্যাম্পেইন চলার সময়ে বিশেষ ছাড়ে ল্যপটপটি পাওয়া যাচ্ছে ৫৬ হাজার ৯৯০ টাকায়। এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। সব মিলিয়ে ক্রেতারা মোট চার হাজার টাকা ছাড় পাচ্ছেন।
ল্যাপটপটিতে আছে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই এসএসডি, ৮ জিবি এলপিডিডিআর ৪এক্স র্যাম, ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে এবং ৫০ ওয়াট আওয়ার ব্যাটারি। রুপালি, ধূসর ও নীল এই তিনটি রঙে পাওয়া যাবে ওয়াই টু প্লাস ল্যাপটপ।
এছাড়াও নিজেদের প্রথম ল্যাপটপ আনা উপলক্ষে বিশেষ কিছু উপহারও দিচ্ছ ইনফিনিক্স। দারাজ থেকে ল্যাপটপ কিনে সেরা তিনজন ক্রেতা পাবেন ইনফিনিক্স হট ৩০ স্মার্টফোন। পাশাপাশি ২০ জন ক্রেতা পাবেন গিফট বক্স। এছাড়াও, প্রত্যেক ক্রেতাই পাবেন একটি করে ব্যাকপ্যাক।