৪৪ মিলিয়ন শেয়ার হয়েছে ‘অল আইজ অন রাফা’ স্লোগান
ফিলিস্তিনের গাজার রাফাহ শহরের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা, খেলোয়াড় এবং সাধারণ মানুষ ‘অল আইজ অন রাফাহ’ লিখে প্রতিবাদ জানাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্য প্যালেস্টাইন নামে একটি এক্স (সাবেক টুইটার) পেজ থেকে অল আইজ অন রাফাহ পোস্টটি শেয়ার করা হয়। সেখানেও একটি এআই দিয়ে তৈরি ছবি শেয়ার করা হয়। ছবিটির বিষয়বস্তু হলো পাহাড়ের পাদদেশে বিপুলসংখ্যক তাঁবুর সারি। সেই সারির মাঝের একটি জায়গায় সাদা তাঁবু দিয়ে ‘অল আইজ অন রাফাহ’ লেখা আছে।
এএফপি সূত্র মতে, গত রোববার রাফার একটি তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ৪৫ জন মারা যায়। এর অধিকাংশই নারী ও শিশু। এতে ২‘শ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনার পর জাতিসংঘের এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) এক্সে একটি পোস্টে লিখেছে, ‘গাজা অঞ্চল পৃথিবীর বুকে নরকে পরিণত হয়েছে। পরিবারগুলো আশ্রয় খুঁজছে, যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু গাজা উপত্যকায় নিরাপদ জায়গা বলে কিছু নেই। এখানে কেউ নিরাপদ নয়; বেসামরিক লোকও নয়, আবার কোনো সংস্থার কর্মী নয়। কাউকে রেহাই দেওয়া হয়নি। আমাদের দরকার এখন যুদ্ধবিরতি।’
‘অল আইজ অন রাফা’ কৃত্রিম বুদ্ধিমত্তার এই স্লোগানটিই এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় স্লোগান। বলিউডের প্রভাবশালী তারকাদের অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা, শিশুহত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, সোনম কাপুর, কঙ্কনা সেন শর্মা, ইলিয়ানা ডি’ক্রুজ, আয়েশা টাকিয়া, নোরা ফাতেহি, ফাতিমা সানা শেখ, সামান্থা প্রভু, দিয়া মির্জা ও স্বরা ভাস্কর।
এ ছাড়া ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, কৌতুক অভিনেতা বীর দাস, সংগীতশিল্পী শিল্পা রাওসহ আরও অনেকেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘অল আইজ অন রাফা’ লেখা ভাইরাল ছবিটি শেয়ার করেছেন।
পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী ডুয়া লিপা, অভিনেতা পেড্রো পাসকেল, মডেল বেলা হাদিদসহ আন্তজার্তিক অনেক তারকাও এই ছবিটি শেয়ার দিয়েছেন। গতকাল বুথবার গভীর রাত পর্যন্ত ছবিটি ৪৪ মিলিয়ন বার শেয়ার হয়েছে।