ঘুরবেন নাকি জেমস বন্ডের মতো?
বন্ড, জেমস বন্ড। দুর্ধর্ষ এই এজেন্টের ছবি মানেই কয়েক ঘণ্টায় কয়েকটা দেশ ঘুরে ফেলা। কারণ বন্ডের কাজ তো বিশ্বজুড়েই। বন্ডের ঘোরাঘুরির একটা ছোট্ট পরিসংখ্যান দেওয়া যাক। ২৪টি ছবিতে জেমস বন্ড ঘুরেছেনর ৪৯টি দেশে। আর তাঁর ট্রিপের সংখ্যা ১৪৯টি। আপনি বন্ড না হলেও বন্ডের মতো সারা বিশ্ব ঘুরে বেড়াতে নিশ্চয়ই ইচ্ছে করে? সে ইচ্ছেটা আপনি পূরণ করতে পারেন। যদিও আপনার সাথে বন্ডের মতো বিশাল শুটিং ইউনিট থাকবে না। কিন্তু আপনি নিজেই নিজেকে নায়ক ভেবে নিন, ভ্রমণের ক্লান্তি আপনাকে ছুঁতেও পারবে না।
১. লন্ডন, ইংল্যান্ড
বন্ডের এজেন্সি এম ১৬-এর সদর দপ্তর লন্ডনে। তাই সব বন্ড ফিল্মেই আছে লন্ডন। এখানেই সবচেয়ে বেশিবার বন্ডকে পাওয়া গেছে। যাত্রাটা তাই লন্ডন থেকেই শুরু করতে পারেন।
২. সোলডেন, অস্ট্রেলিয়া
আল্পস পর্বতমালায় অবস্থিত সোলডেন বন্ডের নতুন এলাকা। অস্ট্রেলিয়ায় অবস্থিত এ বরফাচ্ছাদিত অঞ্চলে স্কি করতে পারবেন চুটিয়ে। এখানে আছে ডাস সেন্ট্রালের মতো বেশ কিছু বিলাসবহুল হোটেল। আর যদি বন্ডের মতো কোনো হোটেলে থাকতে চান তাহলে খরচের কথাও মাথায় রাখবেন। দুই বেডরুমের একটা স্যুইটে এক রাত থাকতে এক হাজার ডলার দিতে হবে। সারাদিন বরফে স্কি করে রাতে বন্ডের মতো আপনিও ভদকা মার্টিনি অর্ডার করতে পারেন। দিনটা ভালোভাবে শেষ করার জন্য।
৩. খাও ফিন কান, থাইল্যান্ড
থাইল্যান্ডের এই দ্বীপকে ‘জেমস বন্ড আইল্যান্ড’ বলা হয়। বন্ড সিরিজের ৯ম ছবি ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’ এর শুটিং হয়েছিল এখানে। এই দ্বীপেই দারুণ এক ডুয়েল হয়েছিল বন্ডের সাথে। বন্ডের মতো থাকতে চাইলে দ্বীপের যেকোনো একটা প্রাইভেট ভিলাতে থাকতে পারেন। এসব ভিলার দাম ২৭ হাজার ৪০০ ডলার। ভিলা থেকে দ্বীপে যেতে পাবেন স্পিডবোটে করে।
৪. লেক কোমো, ইতালি
ঘোরাঘুরির জন্য ইতালির নামকরা জায়গা। বিশেষ করে জর্জ ক্লুনি ওই এলাকায় বাড়ি করার পর থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে লেক কোমোর নাম। কোটিপতিদের পছন্দের এই জায়গা দেখলেই বন্ড মুভির লোকেশনের কথা মনে হবে। লেকগুলোতে সাঁতার কেটে একটু আরাম করে জিরিয়ে নেবেন। আর থাকার জন্য বেছে নিতে পারেন বিলাসবহুল লেকফ্রন্ট ভিলা। বন্ডের ‘ক্যাসিনো রয়্যাল’ ছবির শুটিং হয়েছিল সেখানে।
৫. মন্তে কার্লো, মোনাকো
হেলিকপ্টারে করে মোন্তে কার্লোতে নামা, তারপর ক্যাসিনোতে গিয়ে ১১৫ মিলিয়ন ডলার জিতে নেওয়া এবং রাতে ইয়টে কাটানো গেলে পুরোপুরি বন্ডের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসতে পারবেন। হোটেল দো প্যারিস মন্তে কার্লোর স্যুইটে এক রাত থাকতে হলে দুই হাজার ডলার দিতে হবে।
৬. ইস্তাম্বুল, তুরস্ক
তিনটি বন্ড ছবির শুটিং হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে। অবশ্য কেউ ঘুরতে গিয়ে নিশ্চয়ই গ্র্যান্ড বাজারের মধ্যে বাইক নিয়ে ধাওয়া করবে না! বন্ডের ছবিতে সেই অ্যাকশন দৃশ্য নিশ্চয় ভুলে যাননি? সিরাগান প্যালেসে একটি স্যুইটের ভাড়া এক হাজার ৪৮০ ডলার। এই প্যালেস সাবেক এক সুলতানের বাসভবন ছিল। এই হোটেলে এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেরই স্বাদ পাবেন আপনি।