অং সান সু চির চার বছরের কারাদণ্ড
মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মিয়ানমারের আদালতে দেশটির দুর্যোগ আইনের আওতায় করা কোভিড নিয়ম ভঙ্গের অভিযোগের মামলায় এ সাজা পেলেন অং সান সুচি। আজ সোমবার তাঁর বিরুদ্ধে বিচারাধীন ১১টি মামলার প্রথম রায় ঘোষণা করেছেন মিয়ানমারের আদালত।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনীর অভুত্থানে ক্ষমতাচ্যুত হন ৭৬ বছর বয়সি গণতন্ত্রপন্থি নেত্রী সুচি।
গত বছর অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে কারচুপি হয়েছে বলে উল্লেখ করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। ওই ভোটে অং সান সুচির দল এনএলডি বিপুল ভোটে জয় লাভ করেছিল।
দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন এবং জনরোষে উসকানি দেওয়াসহ নানাবিধ অভিযোগে গৃহবন্দি রয়েছেন অং সান সুচি। এরপর থেকে তাঁকে তেমন একটা জনসমক্ষে দেখা যায়নি।