অনলাইন ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষিকা!
মহামরি করোনার কারণে বিশ্বজুড়েই বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বিকল্প হিসেবে অনলাইনে চলছে শিক্ষার্থীদের পড়াশোনা। আর এবার অনলাইন ক্লাসে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, অনলাইনে ক্লাস নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক শিক্ষিকা। আর প্রিয় শিক্ষিকাকে মনিটরের মারা যেতে দেখল শিক্ষার্থীরা।
পাওলা ডি সিমোন (৪৬) নামের এই শিক্ষিকার মৃত্যুর ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। সেখানে ডি লা এম্প্রেসা ইউনিভার্সিটিতে রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষকতা করতেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষিকা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। আগস্টের শেষের দিকে করোনায় আক্রান্ত হন তিনি। সেপ্টেম্বরের শুরুতে তাঁর মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। এমন শারীরিক পরিস্থিতিতেও নিজের ছাত্রছাত্রীদের পাঠদানে কোনো খামতি দেননি তিনি। জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন।
গত বুধবার জুম লাইভে ক্লাস নেওয়ার মাঝখানে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল সিমোনের। কিছুক্ষণের মধ্যেই চির বিদায় নেন তিনি।