অবরুদ্ধ মারিউপোলে আবারও সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা
ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ মানবিক অভিযান সফল করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সরাসরি অংশগ্রহণের প্রস্তাব করা হচ্ছে।
মারিউপোল থেকে জাপোরিঝিয়া পর্যন্ত মানবিক করিডোর রুশ নিয়ন্ত্রিত বন্দর শহর বারদিয়ানস্কের মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল ১০টার দিকে খোলার কথা ছিল। তবে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন ঘোষণার ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
এর আগে মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হলেও তা সফল হয়নি। আর এজন্য একে অপরকে দোষারোপ করছে দুই দেশ।