অল্পদিনের মধ্যে নতুন সরকার কাঠামোর বিস্তারিত জানাবে তালেবান
কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তানে একটি নতুন প্রশাসনিক কাঠামো উন্মোচন করা হবে বলে জানিয়েছে তালেবান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তালেবান বিদ্রোহীরা দক্ষিণ এশীয় দেশ আফগানিস্তান দ্রুত দখলে নেওয়ার পর আজ শনিবার ইসলামপন্থি আন্দোলনটির একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানান।
তালেবানের মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘তালেবানের আইনি, ধর্মীয় ও পররাষ্ট্র নীতিবিষয়ক বিশেষজ্ঞেরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি নতুন শাসন কাঠামো উপস্থাপনের জন্য কাজ করছেন।’
তালেবান বিদ্রোহীরা বজ্রগতিতে গত সপ্তাহে আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই নিজেদের মধ্যপন্থি হিসেবে উপস্থাপনের চেষ্টা করে আসছে। যদিও ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পেছনে দায়ী আল কায়েদা জঙ্গিদের আশ্রয় দেওয়ার কারণে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত কঠোর হাতে আফগানিস্তান শাসন করেছিল তালেবান।