অস্ট্রেলিয়ায় বন্দুক হামলা, ২ পুলিশসহ নিহত ৬
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে সম্ভাব্য অতর্কিত হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইমবিয়াতে তল্লাশি চালাচ্ছিল, তখন তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।
একটি বাড়ি দীর্ঘ সময় অবরোধ করে রাখার পর পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন নিহত হয়। কী কারণে পুলিশের ওপর গুলি চালানো হয়েছিল তা পরিষ্কার হয়নি, জানিয়েছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এটি একটি হৃদয়বিদারক দিন।’
বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকালে নিউ সাউথ ওয়েলস পুলিশের অনুরোধে কুইন্সল্যান্ডের চার পুলিশ কর্মকর্তা প্রথমে ওই বাড়িতে গিয়েছিল। কনস্টেবল ম্যাথু আর্নল্ড (২৬) ও র্যানচেল ম্যাকক্রো (২৯) ওই বাড়ির কাছাকাছি যাওয়ার পরপরই তাদের গুলি করে মেরে ফেলা হয়। আরেক কর্মকর্তা গুলির আঘাতে আহত হন এবং চতুর্থ জন ওই বাড়ি থেকে পালিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।
৫৮ বছর বয়সি এক প্রতিবেশী ‘ঘটনা কী’ দেখতে এসে সন্দেহভাজনদের গুলিতে নিহত হন। তার নাম প্রকাশ করা হয়নি।
কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটরিনা ক্যারোল এই ঘটনাকে ‘অকল্পনীয় শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করে অনেক বছরের মধ্যে একটি ঘটনায় তাদের বাহিনীর ‘সবচেয়ে বড়’ প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন।