অস্ট্রেলিয়ায় ভূমিধসে ব্রিটিশ পরিবারের দুজন নিহত
অস্ট্রেলিয়ার সিডনিতে ভূমিধসে এক ব্রিটিশ পরিবারের দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পরিবারের অপর দুই সদস্য। স্থানীয় পুলিশ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তবে পরিবারটির পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার বৃহত্তর এই নগরীর পশ্চিমে ব্লু মাউন্টেনের জনপ্রিয় পথ ধরে হাঁটার সময় পাঁচ সদস্যের পরিবারটি ভূমিধসের শিকার হয়। এতে নয় বছরের ছেলে সন্তানসহ নিহত হন তার বাবা। এ ছাড়া তাঁর স্ত্রীসহ আরেক সন্তান গুরুতর আহত হয়।
এরই মধ্যে বাবা-ছেলের মরদেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া আহত মা ও অপর সন্তানকে হাসপাতালে পাঠানোর পর তাদের অস্ত্রোপচার করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
এদিকে, ওই পরিবারটির ১৫ বছর বয়সী মেয়ে অক্ষত রয়েছে। জরুরি সেবাদানকারীরা তাকে উদ্ধার করেছেন। তাকে ব্রিটিশ কনস্যুলেট অ্যান্ড ওয়েলফেয়ার সার্ভিস সহায়তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি সিডনিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। শহরটির পশ্চিমাঞ্চলসহ অনেক শহরতলি প্রবল বর্ষণ ও তীব্র ঝড়ে বিপর্যস্ত বলে গণমাধ্যমে উঠে এসেছে।