অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বাড়ল
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে সৃষ্ট ভয়াবহ দাবানলে এক সপ্তাহের মধ্যে চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল থেকে আজ বৃহস্পতিবার ৫৮ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
কুইন্সল্যান্ড ও এনএসডব্লিউ অঙ্গরাজ্যে ১২০টিরও বেশি দাবানল মোকাবিলায় এখনো কাজ করে যাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। এরই মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের বাসিন্দাদের প্রচণ্ড বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এদিকে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে কুইন্সল্যান্ডে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, ওই কিশোরের লাগানো আগুনে ইয়েপ্পুন শহরের ১৪টি বাড়ি বিনষ্ট হয়েছে।
সাম্প্রতিক দাবানলের ভয়াবহ মাত্রার বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন অগ্নিনির্বাপণ কর্মকর্তারা। তাঁরা বলছেন, গ্রীষ্মকালীন দাবানলের ভয়াবহতম রূপ ধারণ করা ‘এখনো বাকি রয়েছে’।
এসব দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনের কোনো সংযোগ রয়েছে কি না, এমন প্রশ্নে মুখে কুলুপ এঁটে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল সৃষ্টি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন অসি প্রধানমন্ত্রী।
এনএসডব্লিউ অঙ্গরাজ্যে দাবানলের কারণে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত চারজনের প্রাণহানিসহ অন্তত ৩০০ বাড়িঘর বিনষ্ট হয়েছে।