অস্ত্রশস্ত্র ফুরিয়ে আসছে : ইউক্রেন
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত ইউক্রেনীয় সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র ফুরিয়ে আসছে।’ বিবিসির প্রতিবেদনে আজ শনিবার এমনটি জানানো হয়।
ইউক্রেনের দক্ষিণ ফ্রন্টলাইন অঞ্চল মিকোলাইভের গভর্নর ভিটালি কিম বলেছেন, “লড়াই চালিয়ে যাওয়া কঠিন হয়ে হয়ে গেছে। যুদ্ধটা ‘অস্ত্রের সঙ্গে যুদ্ধে’ রূপ নিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী খুবই শক্তিশালী। এদিকে ইউক্রেনের সেনাদের কাছে গোলাবারুদ ফুরিয়ে আসছে।”
ইউক্রেনের লড়াই ঠিক রাখতে পশ্চিমা মিত্রদের কাছে তিনি দূরপাল্লার অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সরবরাহ দ্রুত করার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।’
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার ডেপুটি প্রধান ভ্যাদিম স্কিবিৎস্কি গত শুক্রবার দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে একই রকম বক্তব্য দেন।