আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে চীন : তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে চীন যে সামরিক মহড়া শুরু করেছে, তা স্বশাসিত দ্বীপে আগ্রাসন চালানোর পরিকল্পনার প্রস্তুতির অংশ।’
তাইপেতে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জোসেফ এ কথা বলেন। তবে কবে নাগাদ আগ্রাসন শুরু করতে পারে, তেমন নির্দিষ্ট কোনো দিন-তারিখ উল্লেখ করেননি তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
জোসেফ উ বলেন, ‘তাইওয়ান প্রণালীর সীমা অতিক্রম করে চীন যে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে, এসবে তাইওয়ানকে দমিয়ে রাখা যাবে না।’
জোসেফ উ আরও বলেন, ‘চীন সামরিক মহড়াকে ব্যবহার করছে... তাইওয়ানে আগ্রাসন চালানোর জন্য।’
এ সময় তাইওয়ান প্রণালীতে ‘শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়ে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চীনের উদ্দেশে বলেন, ‘তারা (চীন) দূরপাল্লার সামরিক মহড়া চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এবং পাশাপাশি সাইবার হামলাও চালানো হচ্ছে। ভুয়া তথ্য ছড়িয়ে প্রচারণাও চালানো হচ্ছে। তাইওয়ানের লোকজনের মনোবলে প্রভাব ফেলতে এবং তাদের বিভ্রান্ত করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।’
এদিকে গত রোববার চার দিনব্যাপী ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শেষ করে চীন। এর পরদিনই তাইওয়ানকে ঘিরে ফের নতুন করে সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয় চীনের সামরিক বাহিনী।