আধুনিক যুগে অনলাইনে চলছে দাস কেনাবেচা (ভিডিওসহ)
একটা সময় পৃথিবীর অনেক দেশেই দাস কেনাবেচা করার প্রচলন ছিল। কালের পরিক্রমায় দাস কেনাবেচা এখন নেই বলেই জানে সবাই। তবে এমন আধুনিক যুগেও দাস কেনাবেচা চলছে শুনলে কারো বিশ্বাস হবে?
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আরবি কুয়েতে একটি অনুসন্ধান চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেয়েছে। বিবিসি জানায়, আরব দেশ কুয়েতে গৃহকর্মীদের দাস হিসেবে কেনাবেচা করার জন্য মোবাইল অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
দেশটিতে গুগল ও অ্যাপলের অ্যাপ ছাড়াও ইনস্টাগ্রামের মাধ্যমে দাস কেনাবেচা করা হয়। যখন কোনো গৃহকর্মীকে হস্তান্তর করা বা বিক্রি করা প্রয়োজন হয়, তখন অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে ‘মেইড ফর ট্রান্সফার’ ও ‘মেইড ফর সেল’ লেখা হয়।
বিশেষ করে ইনস্টাগ্রামে গৃহকর্মীর ছবি দিয়ে সেল পোস্ট দেওয়া হয় ও পছন্দ হলে ব্যক্তিগত ম্যাসেঞ্জারের মাধ্যমে কথা বার্তা বলে ক্রয়-বিক্রয় করা হয়। এমনকি দাস কেনাবেচায় দেশটি এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে এর জন্য এখন ইকমার্স সাইটও চালু করা হয়েছে।
এ সকল সাইটে মাত্র কয়েক হাজার ডলারের বিনিময়ে গৃহকর্মীদের বিক্রি করে একটি চক্র। তারা পুরো কুয়েতে ব্যবসা নিয়ন্ত্রণ করছে। খোঁজ নিয়ে জানা যায়, প্রতি ১০টি বাড়ির মধ্যে নয়টিতেই গৃহকর্মী কাজ করেন, যাদের বিভিন্ন নিম্ন আয়ের দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন দেশ থেকে পাচার হয়ে দেশটিতে এসেছে।
এ ব্যাপারে দেশটির কর্তৃপক্ষ অনলাইন থেকে এমন বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ও যারা জড়িত আছে তাদের থেকে ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে না-এমন মুচলেকা গ্রহণ করেছে।