আফগানিস্তানজুড়ে মার্কিনবিরোধী ব্যাপক বিক্ষোভ
আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র কাবুলে ড্রোন হামলা চালিয়ে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে হত্যার কথা জানায়। আজ শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা এই ড্রোন হামলার প্রতিবাদ জানান। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্র ড্রোন হামলায় জাওয়াহিরিকে হত্যার দাবির কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার তালেবান সরকার জানায়, জাওয়াহিরির কাবুলে ‘প্রবেশ ও অবস্থান’ সম্পর্কে কোনো তথ্য ছিল না তাদের কাছে।
যুক্তরাষ্ট্র যেন আফগানিস্তানের মাটিতে আর কোনো হামলা না চালায়, এমন হুঁশিয়ারিও উচ্চারণ করেছে তালেবান সরকার।
তালেবানের এমন হুঁশিয়ারির পরদিনই আজ শুক্রবার আফগানিস্তানের অন্তত সাতটি প্রদেশে মার্কিনবিরোধী বিক্ষোভ হয়। এসব বিক্ষোভে ‘জো বাইডেন, মিথ্যা বলা বন্ধ করো’, ‘আমেরিকা মিথ্যাবাদী’, ‘যুক্তরাষ্ট্রের পতন চাই’, ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র জানায়, গত রোববার কাবুলে একটি বাড়ির বারান্দায় থাকা আয়মান আল-জাওয়াহিরিকে লক্ষ্য করে ড্রোন হামলায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মার্কিন ওই ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত হন। এক যুগেরও বেশি সময় আগে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ অভিযানে নিহত হন।
গত বছরের ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ মাসেই যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্ষমতায় এক বছর হতে চলেছে সশস্ত্র সংগঠনটির।