আফগানিস্তানে গুলি করে ৮ টিকাকর্মী হত্যায় জাতিসংঘের নিন্দা
আফগানিস্তানের তাখার ও কুন্দুজ প্রদেশে পোলিও টিকা দেওয়ার কাজে নিযুক্ত আট কর্মী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের এ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। খবর বার্তা সংস্থা এএনআই’র।
এএনআই জানিয়েছে, জাতিসংঘের মহাসচিবের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ ডেপুটি প্রতিনিধি রমিজ আলাকবারভ হত্যাকাণ্ডের বিবরণ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
রমিজ আলাকবারভ বলেন, এ সহিংসতা তাখার ও কুন্দুজে ঘরে ঘরে পোলিও টিকাদান অভিযান স্থগিত করতে আফগান কর্তৃপক্ষ অর্থাৎ তালেবানকে প্ররোচিত করেছে। এদিকে, তাৎক্ষণিকভাবে এ সহিংসতার দায় কেউ নেয়নি।
আফগান স্বাস্থ্যকর্মীরা এর আগেও বছরের পর বছর যুদ্ধ এবং ক্রমাগত খরায় বিধ্বস্ত দেশটিতে আক্রমণের শিকার হয়েছেন। ২০২১ সালে জাতীয় পোলিও টিকাদান অভিযানের সময় নয় জন পোলিও টিকাকর্মী নিহত হয়েছিলেন।
আফগানিস্তানে ওয়াইল্ড পোলিও ভাইরাস শিশুদের পঙ্গু করে চলেছে। তবে, সম্প্রতি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের উভয় পাশে নতুন আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
আফগানিস্তানে ২০২২ সালে পোলিওতে আক্রান্ত হওয়ার একটি খবর জানানো হয়েছিল। গত বছর সেখানে আক্রান্ত হওয়ার চারটি ঘটনা শনাক্ত হয়েছিল।
জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের তালেবান দখলদারিত্ব ও বৈরিতা বন্ধের ফলে টিকাদানের হার বেড়েছে এবং বিগত তিন বছরে প্রথম বারের মতো নভেম্বর ও ডিসেম্বর মাসে স্বাস্থ্যকর্মীরা ২৬ লাখ শিশুকে টিকা দিতে সক্ষম হয়েছেন।