আফগানিস্তানে নারী উপস্থাপিকার ওপর হামলা, নিন্দার ঝড়
পূর্ব আফগানিস্তানের নানগহর প্রদেশে ‘দোস্ত রেডিও’র একজন নারী উপস্থাপিকার ওপর সম্প্রতি অজ্ঞাত বন্দুকধারীদের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তান জার্নালিস্ট সেন্টার (এএফজেসি)। হামলার শিকার ওই উপস্থাপিকার নাম সেলাগি এহসাস।
খামা প্রেসের বরাতে বার্তা সংস্থা এএনআই বলছে, সেলাগি এহসাসের ওপর হামলার পর গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়েছে এএফজেসি ও আরও কয়েকটি সংগঠন।
খবরে বলা হয়, গত ২০ জুলাই কাজ থেকে ফিরছিলেন সেলাগি এহসাস। তখন অজ্ঞাত বন্দুকধারীরা নানগহর প্রদেশের সুরখ রুড জেলার মোই মুবারক গ্রামে সেলাগি এহসাসের ওপর হামলা করে। এ সময় তাঁকে মারধর করা হয়।
হামলার কারণে সেলাগি এহসাস অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, তিনি এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন।
স্থানীয়দের বরাতে খামা প্রেস জানিয়েছে, সেলাগি এহসাস বলেছিলেন, তিনি এখন নিরাপদ বোধ করছেন না।
অভিযোগ রয়েছে, ওই নারী উপস্থাপিকার উপর তালেবান সদস্যরা হামলা করেছে। তবে, নানগহর প্রদেশের তালেবানের তথ্য ও সংস্কৃতি বিভাগ এ অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে, গত ৬ জুন দোস্ত রেডিওর ম্যানেজার সাহার সিরাত সাফিকে কাবুলে তালেবান গোয়েন্দারা আটক করে এবং ২৮ দিন পর মুক্তি দেয়।