আফগানিস্তানে বিস্ফোরণ, নিহত ১
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বালখের রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবারের (১১ মার্চ) এই বিস্ফোরণে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার বালখ প্রদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি বোমা হামলা চালায়। এতে ওই প্রদেশের গভর্নর নিহত হন। এর দুদিন না যেতেই প্রদেশটিতে ফের বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে, এর জন্য এখনও দায় স্বীকার করেনি কেউ।
হতাহতের বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করে বালখ পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, ‘প্রদেশের দ্বিতীয় পুলিশ ডিসট্রিক্টে বিস্ফোরণটি হয়।’
এই বিস্ফোরণে আহত হয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মী ফারদিন নওরোজি। তিনি রয়টার্সকে বলেন, ‘বিস্ফোরণে আমি ও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছি।’ তবে, আহতের সঠিক তথ্য জানাতে পারেননি এই গণমাধ্যমকর্মী।
বালখ প্রদেশকে এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র বলা হয়। বর্তমানে প্রদেশটির গভর্নরের দায়িত্ব পালন করছেন কান্দাহার প্রদেশের গভর্নর। কান্দাহার গভর্নরের মুখপাত্র হাজি জেয়দ বলেন, ‘আমাদের সর্বোচ্চ ও আধ্যাত্মিক নেতা হাইবতুল্লাহ আখুন্দজাদা উত্তরাঞ্চলীয় প্রদেশটির নতুন গভর্নর নির্ধারণ করে দেবেন।’