আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন মার্কিন জেনারেল অস্টিন মিলার
আফগানিস্তান থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে দীর্ঘ ২০ বছরের মিশন শেষ করতে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় সোমবার দেশটিতে যুদ্ধের নেতৃত্ব দেওয়া শীর্ষ মার্কিন জেনারেল অস্টিন মিলার তাঁর কমান্ড ত্যাগ করছেন। খবর রয়টার্সের।
মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, কাবুলে অনুষ্ঠিত হতে যাওয়া এক প্রোগ্রামের মধ্য দিয়ে আফগানিস্তানের মাটিতে আমেরিকার শেষ চার তারকা জেনারেল হয়ে উঠবেন অস্টিন মিলার। আর আনুষ্ঠানিক মিশন শেষ হবে আগামী ৩১ আগস্ট।
এর আগে ৮ জুলাই হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যকালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগান জনগণকে অবশ্যই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। একই সঙ্গে এটাও বলেছেন, যুক্তরাষ্ট্রের আরেকটি প্রজন্মকে তিনি অঞ্চলটিতে যুদ্ধে পাঠাবেন না।
বাইডেন বলেন, তালেবান যোদ্ধাদের হারানোর ক্ষমতা রয়েছে আফগান বাহিনীর। এ সময় মার্কিন গোয়েন্দা সংস্থা কর্তৃক গৃহযুদ্ধের সতর্কতাসহ আগামী ছয় মাসের মধ্যে কাবুলের ওয়াশিংটন সমর্থিত সরকার পতনের পূর্বাভাসের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটিকে অস্বীকার করেন তিনি।
গত এপ্রিল মাসে বাইডেন ঘোষণা দিয়েছিলেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। তবে এখন জানিয়েছেন, ৩১ আগস্টের মধ্যেই সব সেনা সরানো হবে।