আফগানিস্তান থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র
সাম্প্রতিক তালেবানের সহিংসতার মুখে আফগানিস্তান থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, সেনা পুরোপুরি প্রত্যাহারের সময়সীমা এখনও ১১ সেপ্টেম্বরে নির্ধারিত আছে। তবে তা পরিবর্তন হতে পারে।
পেন্টাগন কর্মকর্তারা গত সপ্তাহে বলেছেন, সেনা প্রত্যাহার প্রায় অর্ধেক শেষ হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো আফগানিস্তান থেকে তাদের সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর পর থেকেই দেশটিতে তালেবান যোদ্ধারা সহিংসতা অনেক বাড়িয়েছে।
বিবিসি জানায়, গতমাসে তালেবানরা হামলা জোরদার করেছে এবং ৩০ টিরও বেশি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে।
বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামও তালেবান যোদ্ধারা দখল করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অনেক সেনাকেও তারা হত্যা, জখম ও আটক করেছে।
তবে আফগান সরকারের মুখপাত্র ওই জেলাগুলো তালেবানের দখলে চলে যাওয়ার খবর অস্বীকার করেছে। তারা বলছে, রণকৌশলের অংশ হিসেবে এলাকাগুলো খালি করা হয়েছে। লড়াইয়ে কতজন তালেবান নিহত কিংবা আহত হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।
তালেবান গোষ্ঠী বলছে, গোটা উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশ তাদের নিয়ন্ত্রণে আছে। কেবল প্রাদেশিক রাজধানী সরকারের হাতে আছে।
আফগান নিরাপত্তা বাহিনী তালেবানকে পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং গত রোববার উত্তর-পূর্বের তাখার প্রদেশের দুটো জেলা পুনর্দখল করেছে।
পেন্টাগন মুখপাত্র বলেছেন, ‘তালেবান এই সব হামলা চালিয়ে যাচ্ছে এবং জেলায় জেলায় অভিযান, সহিংসতা এখনও ঘন ঘন চলতে থাকায় আফগানিস্তানের পরিস্থিতি পাল্টে গেছে।’
‘সেনা প্রত্যাহারের গতি যদি পরিবর্তন করার প্রয়োজন হয় কিংবা যে কোনও দিন বা যে কোনও সপ্তাহে যদি তা করার সুযোগ থাকে তাহলে আমরা চাই তা যেন সেই অনুযায়ী নড়চড় করা যায়,’ বলেন পেন্টাগন মুখপাত্র।