আফগান ইস্যুতে জি-৭ বৈঠকের ঘোষণা বাইডেন-বরিসের
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে যুদ্ধবিধ্বস্ত এশিয়ার এই দেশটি। এবার আফগানিস্তান ইস্যুতে ফোনকলে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
গতকাল মঙ্গলবারের এ আলোচনার পর সংকট নিরসনে ভার্চুয়ালি জি-৭ নেতাদের নিয়ে বৈঠক আয়োজনের ঘোষণা দেন দুই রাষ্ট্রপ্রধান।
আলোচনার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান ইস্যুতে অভিন্ন কৌশল নির্ধারণের জন্য দুই রাষ্ট্রপ্রধান আগামী সপ্তাহে জি-৭ বৈঠক ভার্চুয়ালি আয়োজনে সম্মত হয়েছেন। তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর বাইডেন এই প্রথম কোনো বিদেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন।
এদিকে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে আনার চলমান প্রচেষ্টায় ব্রিটিশ- মার্কিন সহযোগিতাকে উভয় নেতা স্বাগত জানান।
ডাউনিং স্ট্রিটের মুখপাত্র আরও জানান, প্রধানমন্ত্রী বরিস জনসন এবং প্রেসিডেন্ট বাইডেন মানবিক সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের একত্রিত হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
চলতি বছর জি-৭ এ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিটেন। এর অন্য সদস্যরা হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, তালেবানের আকস্মিক বিজয়ে আফগানিস্তান এবং পশ্চিম ইউরোপসহ বিশ্বের অনেক দেশ আশ্রয়প্রার্থী শরণার্থীদের ঢল মোকাবিলা করতে হতে পারে।