আফগান সংকটের ‘বর্তমান গতিপথ’ নিয়ে শঙ্কিত ইউএনডিপি
তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এক বিবৃতিতে এই শঙ্কার কথা জানায় জাতিসংঘের সহযোগী এই সংস্থাটি। বার্তা সংস্থা এএনআই’র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এ খবর জানিয়েছে।
ইউএনডিপি বলছে, তালেবানের পুনরুত্থানের কারণে আফগানিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়ে পড়েছে। ফলে, রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, এই ভেবে দেশ ছাড়ছেন হাজারও আফগান। গত দুই দশকে দেশটিতে যুক্তরাষ্ট্রের সব অর্জন ভেস্তে গেল।
এক বিবৃতিতে ইউএনডিপি ধর্ম, জাতিগত পরিচয় বা রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে লাখো আফগান জনগণের মানবাধিকারের প্রতি সম্মান এবং উন্নয়ন সহায়তার জন্য বিশ্বের উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায়। পাশাপাশি তারা নিজেরাও আফগান জনগণের পাশে থাকার ঘোষণা দেয়।
ইউএনডিপির অ্যাডমিনিস্ট্রেটর আচিম স্টেইনার স্বাক্ষরিত ওই বিবৃতিতে শঙ্কা প্রকাশ করা হয় যে, আফগানিস্তানে বর্তমান সংঘাতের ফলে খাদ্য সংকট দেখা যেতে পারে৷ সেইসঙ্গে অতিরিক্ত খরা দেখা দিতে পারে৷ এ ছাড়া দেশটিতে নারীদের অধিকার মারাত্মকভাবে খর্ব হওয়ার শঙ্কা রয়েছে।
আগের যেকোনো সময়ের তুলনায় আফগান জনগণের এখন বেশি সহায়তা প্রয়োজন উল্লেখ করে স্টেইনার আরও বলেন, ‘আমরা বরাবরের মতই আফগান জনগণের পাশে আছি। আমাদের লক্ষ্য- দ্রুত মানবিক সহায়তা এবং তাদের পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিতে কাজ করা। পাশাপাশি করোনা মোকাবিলায় তাদের সহায়তা এবং দেশ ছাড়ার প্রবণতাকে যথাসম্ভব আলোচনার মাধ্যমে কমিয়ে আনার চেষ্টা করছি আমরা। এ সময় উন্নত দেশগুলোকে সম্ভাব্য সব উপায়ে আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানায় জাতিসংঘের এই উন্নয়ন সহযোগী সংস্থাটি।