আফ্রিকা থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নিয়োগে যুক্তরাষ্ট্রের আপত্তি
২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধান পেতে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এনগোজি ওকনজো-আইওয়ালাকে এ পদের জন্য সুপারিশ করেছে ডব্লিউটিও নির্বাচন কমিটি। ফলে এনগোজি হতে যাচ্ছেন ডব্লিউটিওর ইতিহাসে একই সঙ্গে প্রথম আফ্রিকান এবং প্রথম নারী মহাপরিচালক।
তবে এনগোজিকে ডব্লিউটিওর নেতৃত্বে চায় না যুক্তরাষ্ট্র। তাদের পছন্দ এনগোজির প্রতিদ্বন্দ্বী অন্য নারীকে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, দক্ষিণ কোরিয়ার প্রথম নারী বাণিজ্যমন্ত্রী ইও মায়ুং-হিকে ডব্লিউটিও’র নেতৃত্বে চায় ওয়াশিংটন। ফলে এনগোজির সংস্থাটির মহাপরিচালক হওয়ার পথে শঙ্কা দেখা দিয়েছে।
মহাপরিচালক হিসেবে এনগোজিকে নিয়োগ দিতে ডব্লিউটিওর একটি নির্বাচন কমিটি বুধবার সংস্থাটির ১৬৪ সদস্যরাষ্ট্রের প্রতি সুপারিশ করে।
বিষয়টি নিয়ে নাইজেরিয়ার সাবেক মন্ত্রী জানান, ডব্লিউটিওর প্রধানের জন্য মনোনীত হওয়ায় তিনি অত্যন্ত সম্মানিতবোধ করছেন। তবে যুক্তরাষ্ট্রের আপত্তিতে পরবর্তী ডব্লিউটিওর মহাপরিচালক নিয়োগে চার মাসের নির্বাচন প্রক্রিয়ায় বাধা তৈরি হলো।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্তৃপক্ষ (ইউএসটিআর) জানায়, ডব্লিউটিওকে এমন এক ব্যক্তির নেতৃত্ব দেওয়া উচিত যিনি সত্যিকার অর্থেই যোগ্য, অভিজ্ঞ এবং কার্যকরী নেতা হওয়ার প্রয়োজনীয় সব দক্ষতা আছে।