আবু ধাবিতে প্রথমবারের মতো ইহুদি উপাসনালয়
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে প্রথমবারের মতো নির্মাণ হচ্ছে একাধিক ধর্মাবলম্বী মানুষের উপাসনার জন্য একটি কমপ্লেক্স। এই প্রকল্পের আওতায় একই চত্বরে থাকবে মসজিদ, গির্জা ও সিনাগগ। আবু ধাবির পত্রিকা দ্য ন্যাশনাল এ সংবাদ প্রকাশ করেছে।
গত ফেব্রুয়ারিতে প্রথম পোপ হিসেবে আরব উপদ্বীপ সফরের অংশ হিসেবে আরব আমিরাতে যান পোপ ফ্রান্সিস। তখনই এ কমপ্লেক্স তৈরির ঘোষণা করা হয়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাত নিজেদের সহনশীলতা, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায়।
আরব আমিরাতের প্রথম সিনাগগ হলেও দেশটিতে প্রবাসী হিসেবে বসবাসরত স্বল্পসংখ্যক ইহুদি জনগোষ্ঠী একটি ভাড়া বাড়িতে উপাসনা করে আসছে। কোনো সিনাগগ না থাকলেও দেশটিতে বেশ কয়েকটি গির্জা, হিন্দুদের একটি মন্দির ও শিখদের একটি গুরুদুয়ারা রয়েছে।
আরব আমিরাতে বসবাসকারীদের বেশিরভাগই বিদেশি শ্রমিক এবং তাঁদের সবচেয়ে বড় অংশ ভারতীয় নাগরিক।
আবু ধাবির ভারতীয় দূতাবাস জানিয়েছে, আরব আমিরাতে অন্তত ২৬ লাখ ভারতীয় বাস করে। অর্থাৎ আমিরাতের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই এখন ভারতীয়।
দ্য ন্যাশনাল জানিয়েছে, আগামী বছর এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে এবং ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে।