আমাজনের বনযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ভূমিদস্যুরা
আমাজন বনের ব্রাজিল অংশে বনরক্ষাকারী স্বেচ্ছাসেবী সংস্থার এক আদিবাসী কর্মীকে গুলি করে হত্যা করেছে ভূমিদস্যুরা। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হন। গত শুক্রবার বনের মধ্যে শিকারে বের হয়ে অবৈধভাবে বনভূমি দখলকারীদের গুলিতে নিহত হন পাওলো পাওলিনো গুয়াজাজারা।
ব্রাজিলের মারানহাও রাজ্যের অন্তর্ভুক্ত আমাজন বনের আদিবাসী গোষ্ঠী আরারিবয়াদের এলাকায় এ ঘটনা ঘটে। আরারিবয়া জাতিগোষ্ঠীর নির্দিষ্ট এলাকা দখলদার হাত থেকে রক্ষায় ২০১২ সালে ‘গার্ডিয়ানস অব দ্য ফরেস্ট’ যাত্রা শুরু করে। বর্তমানে তাদের প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবী সদস্য রয়েছে। পাওলো পাওলিনো গুয়াজাজারো এই ‘গার্ডিয়ানস অব দ্য ফরেস্ট’-এর হয়ে বনরক্ষায় ব্রতী হয়েছিলেন।
আমাজন রক্ষায় নিয়োজিতদের হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনার কয়েক দিন আগে আরো তিন বনযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া গত সেপ্টেম্বরে আমাজনের আদিবাসীদের সঙ্গে কাজ করতে গিয়ে এক কর্মকর্তা ভূমিদস্যুদের গুলিতে নিহত হন।
পূর্বাঞ্চলীয় আমাজনের আরারিবয়াদের ভূমি রক্ষা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার সম্মুখীন হন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।
দেশটির আদিবাসীদের জোট সংগঠন এপিআইবি শনিবার এক বিবৃতিতে বলেছে, বোলসোনারো সরকারের হাত আদিবাসীদের রক্তে রঞ্জিত রয়েছে।