আরব লিগের সভাপতির চেয়ারে বসবে না ফিলিস্তিন
ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে একাধিক আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে আরব লিগের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করবে না ফিলিস্তিন। এর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের নিন্দা করতে আরব লিগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয়নি।
আলজাজিরা জানায়, আজ মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসী বিষয়কমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, সর্বশেষ ঘটনাবলির প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্র আরব লিগের পর্যায়ক্রমিক সভাপতির পদ প্রত্যাখ্যান করছে।
আল-মালিকি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও আরব লিগ সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের পক্ষ অবলম্বন করায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’
আল-মালিকি আরো বলেন, আরব লিগের সভাপতির দায়িত্ব পালনকালে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি উদযাপন করবে যাতে ফিলিস্তিন রাষ্ট্র সম্মানিত বোধ করবে না। তবে তিনি জানান, আরব লিগ থেকে সদস্যপদ ছেড়ে দেবে না ফিলিস্তিন। এতে বাজে ধরনের দৃশ্যপট তৈরি হবে বলেও মন্তব্য করেন রিয়াদ আল-মালিকি।
গত ১৫ জুলাই বাহারাইন ও সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসে এ চুক্তি সই হয় এবং এতে মধ্যস্থতা করেন ট্রাম্প।