আর্থিক সংকটে আফগানিস্তানের ৫০ শতাংশ কারখানা বন্ধ হয়ে গেছে
আর্থিক সংকটের কারণে আফগানিস্তানের প্রায় অর্ধেক কারখানা বন্ধ হয়ে গেছে। দেশটির চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইনসের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে—ব্যাংকিং সমস্যা, কাঁচামালের অভাব এবং বাজারে পণ্যের চাহিদা হ্রাসের কারণে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে।
টোলো নিউজের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে—চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইনসের কর্মকর্তা মোহাম্মদ করিম আজিমি বলেছেন, ‘বাজারে পণ্যের চাহিদা কমে যাওয়া এবং বিদ্যুতের ক্রমহ্রাসমান যোগানের ফলে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে।’
এ ছাড়া দেশটিতে এখনও যে কারখানাগুলো সচল রয়েছে, সেগুলোও বিদ্যুতের যোগান নিয়ে চিন্তিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তান বিদ্যুতের চাহিদা মেটাতে মধ্য এশিয়ার দেশগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু, সম্প্রতি উজবেকিস্তান আফগানিস্তানে বিদ্যুৎ রপ্তানি উল্লেখযোগ্যহারে কমিয়ে দিয়েছে। যদিও দ্য আফগানিস্তান ব্রেশনা শেরকাতকে (ডিএবিএস) উদ্ধৃত করে আরিয়ানা নিউজ জানিয়েছে, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মারজান পাওয়ার স্টেশনে প্রযুক্তিগত সমস্যার কারণে এ ধরনের সমস্যা হচ্ছে।
এদিকে, মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাওয়া আফগানিস্তানে গত বুধবার বাজেট অনুমোদন দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান।
বাজেটের আকার আফগান মুদ্রায় ৫৩ দশমিক ৯ বিলিয়ন।
তবে, বাজেটে বিদেশি কোনো সাহায্যের উল্লেখ নেই। এ বিষয়ে তালেবান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হকমল বলেন, ‘আমরা এমন একটি বাজেট তৈরি করেছি, যা বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। গত দুই দশকে প্রথম বারের মতো এমন বাজেট ঘোষিত হলো। এটি আমাদের জন্য বড় অর্জন।’