আলজেরিয়ার এসইউ-৩০ বিমান বিধ্বস্ত
আলজেরিয়ার এসইউ-৩০ যুদ্ধ বিমান সোমবার রাতে উত্তর-পূর্বাঞ্চলীয় ওউম এল বোয়াঘি পৌর এলাকায় বিধ্বস্ত হয়েছে। আন-নাহার টিভি চ্যানেলের খবরে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য মতে বিমানের দুই পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলে চিকিৎসক ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।
২০০৬ সাল থেকে আলজেরিয়া এসইউ-৩০ এমকেআই (এ) যুদ্ধ বিমানসমূহ সরবরাহে রাশিয়ার সঙ্গে বেশ কটি চুক্তি স্বাক্ষর করেছে।
২০১৯ সালে এসে আলজেরিয়ার বিমানবাহিনীর এই মডেলের ৪৮টি বিমান ছিল।