আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু
আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে গাড়ি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। গাড়িটি উল্টে যাওয়ায় তারা প্রাণ হারায়। নিহতদের অধিকাংশ আফ্রিকান নাগরিক। বেসামরিক সুরক্ষা ইউনিট এ কথা জানায়। খবর এএফপির।
উদ্ধার ইউনিট তাদের ফেসবুকে দেওয়া বার্তায় জানায়, বৃহস্পতিবার দেশটির তামানরাসেত শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ১১ জন আহত হয়েছে।
উদ্ধার ইউনিট আরো জানায়, নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকার নাগরিক। এদের মধ্যে শিশুও রয়েছে। এ দুর্ঘটনার কবলে পড়া পিক-আপ ট্রাকের চালক আলজেরিয়ান। এতে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে।
আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত।