আল আকসায় জোর করে ইহুদি নববর্ষ উদযাপন
জেরুজালেমের মূল স্থাপনা আল আকসা চত্বরে জোর করে ইহুদি নববর্ষ উদযাপন করেছে প্রায় অর্ধশতাধিক ইসরায়েলি। আজ রোববার ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় ৭৬ জন দখলদার আল আকসা চত্বরে প্রবেশ করে বলে জানা গেছে। এক বিবৃতিতে জেরুজালেম ওয়াকফ বিভাগ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, ইহুদিদের নতুন বছর রোশ হাশানাহ উদযাপন করছে ইসরায়েলিরা। রোববার থেকে শুরু হওয়া এই উদযাপন আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
জানা গেছে, রোশ হাশানাহ উদযাপনের লক্ষ্যে আল আকসা চত্বরে সমবেত হওয়ার জন্য কয়েকদিন ধরেই ডানপন্থী ইহুদিরা তাদের সমর্থকদের আহ্বান জানিয়েছে আসছে। শনিবার এক ইহুদি আল আকসার মূল চত্বরে প্রবেশের চেষ্টা করলে তাকে বের করে দেয় নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, মুসলিমদের কাছে তৃতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থাপনা আল আকসা। তবে এই অঞ্চলকে টেম্পল মাউন্ট হিসেবে দাবি করে ইহুদিরা। তাদের দাবি, ওই এলাকায় তাদের দুটি ইহুদি টেম্পল ছিল।