আস্ত কুমিরকে গিলে খেতে ব্যস্ত অজগর (ভিডিওসহ)
জলজ্যান্ত কুমিরকে গিলে খাওয়ার চেষ্টা করতে দেখা গেছে একটি দৈত্যাকৃতির অজগরকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রাজিলের পন্টা নেগ্রোতে।
ভিডিওতে দেখা যায়, বিশাল অজগরটি কুমিরটিকে গিলে খাওয়ার চেষ্টা করছে। আর কুমিরটিকে সেই অজগরের আক্রমণ থেকে বাঁচাতে চেষ্টা করছে স্থানীয়রা।
সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ডার্নান্ডো রেইস বলেন, ‘বাড়ি ফেরার পথে এই ঘটনা আমার চোখে পড়ে। দেখি অন্যরা ওই দুই সরীসৃপকে পৃথক করার চেষ্টা করছে।’
এদিকে সাপ বিশেষজ্ঞরা দাবি করেছেন, ছয় ফুট দৈর্ঘ্য ছিল এই অজগরটি।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পরিবেশ ও বন্যপ্রাণপ্রেমীরা বরং স্থানীয়দের দোষারোপে ব্যস্ত হয়েছেন। তাঁদের দাবি, স্থানীয়দের উচিত হয়নি ওই অজগরের মুখের গ্রাস কেড়ে নেওয়া।