ইংল্যান্ড যখন পয়সা গুনছে, আমরা তখন হতাহতদের গুনছি : ইউক্রেনের ফার্স্ট লেডি
ইউক্রেন যুদ্ধে মিত্র দেশগুলোর অর্থনীতির ওপর প্রভাব পড়েছে। কিন্তু, ব্রিটেন ‘পয়সা গুনছে’, ইউক্রেন ‘হতাহতদের গুনছে’। এক সাক্ষাৎকারে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসিকে একথা বলেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ভলোদিমি জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি।
রোববার ওলেনা জেলেনস্কি বিবিসির লরা কুইন্সবার্গকে বলেছেন যে, যদি ইউক্রেনকে শক্তিশালী সহযোগিতা করা হয়, তবে দুর্যোগ কম সময়ের হবে।
কিয়েভে নেওয়া সাক্ষাৎকারে ওলেনা আরও বলেন, ‘যুদ্ধে জনগণের ক্ষয়ক্ষতি তুলে ধরা গুরুত্বপূর্ণ ছিল।’
২০০৩ সালে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওলেনার বিয়ে হয় বলে বিবিসির লরা কুইন্সবার্গকে জানান ফার্স্ট লেডি। রোববার সম্প্রচারিত এক সাক্ষাত্কারে ওলেনা জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ব্রিটিশ জনগণের জন্য তিনি কী বার্তা দিয়েছেন, যারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বাড়তি খরচের মুখে পড়েছে এবং তাদের বৈশ্বিক গ্যাস ও তেলের দামে ওপরও প্রভাব পড়েছে?
আমি পরিস্থিতি খুব ভালোভাবে বুঝতে পারছি। কিন্তু, আমি এটাও বলতে চাই, কোভিড-১৯-এর সময়, যা কিনা এখনও আমাদের সঙ্গে আছে, যখন উচ্চমূল্য দর ছিল, তখন ইউক্রেনও আক্রান্ত হয়েছিল।’
ওলেনা জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, এর থেকে বেশি হত্যা করা হচ্ছে।’
ফার্স্ট লেডি বলেন, ‘যখন তুমি ব্যাংক অথবা নিজের পকেটের পয়সা গুনছ, তখন আমরা আমাদের হতাহতদের গুনছি।’