‘ইউক্রেনকে মাইনমুক্ত করতে লাগতে পারে ৫ বছর’
রাশিয়ার হাত থেকে ইউক্রেনের যেসব এলাকা ইউক্রেন সরকার পুনরায় দখলে নিয়েছে সেসব এলাকায় পুঁতে রাখা মাইন সরাতে পাঁচ বছর লেগে যেতে পারে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের উপশহরীয় এলাকা বুচায় অবস্থানরত আলজাজিরার সাংবাদিক জেইন বসরাভি জানিয়েছেন, সেখানে বহু জায়গায় মাইন পুঁতে রাখা হয়েছে। যেসব এলাকা রাশিয়ার সামরিক বাহিনীর হাত থেকে মুক্ত করা হয়েছে, সেসব জায়গা থেকে মাইন সরাতে প্রায় পাঁচ বছর লাগতে পারে।
সাংবাদিক জেইন বসরাভি বলেন, ‘তারা (রাশিয়ার সামরিক বাহিনী) যেসব এলাকা ছেড়ে গেছে, সেখানে প্রচুর প্রাণহানির ঘটনা ঘটছে। এমনকি বুচার সব পার্ক ও বনজ এলাকায় মানুষজনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মাইন আঘাতে প্রাণহানির আশঙ্কায়।’
আলজাজিরার সাংবাদিক বলেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী যে ধীর গতিতে মাইন সরানোর কাজ করছে, তাতে মনে হচ্ছে, লোকজন তাদের ঘরবাড়িতে ফিরতে আরও সময় লেগে যাবে।’