ইউক্রেনজুড়ে হাসপাতালে চিকিৎসাসেবা হুমকির মুখে
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ ব্যাহত হওয়ায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে ইউক্রেনের হাসপাতালগুলো। খবর বিবিসির।
ইউক্রেনের হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা সেবা দানকারী আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বা এমএসএফের জরুরি বিভাগের সমন্বয়কারী অ্যালেক্স ওয়েইড।
বিবিসির নিউজআওয়ার অনুষ্ঠানে অ্যালেক্স ওয়েইড বলেন, ‘(এখানকার) পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এবং দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে।
‘হাসপাতালগুলোতে রোগীদের সহায়তা দেওয়ার জন্য যা যা দরকার, সেসবে ঘাটতি দেখা দিয়েছে’, যোগ করেন অ্যালেক্স।
কোনো কোনো ক্ষেত্রে রুশ হামলার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বন্দরনগরী মারিউপোলসহ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসব শহরে এমএসএফের মতো সাহায্য সংস্থাগুলো জরুরি ক্ষেত্রে সহায়তা দিতে পারছে না।
এমএসএফের অ্যালেক্স ওয়েইড বলেন, ‘আমরা (মারিউপোলের) হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমরা আশঙ্কা করছি, সামনের দিনগুলোতে আরও অনেক হাসপাতালে সহায়তা দেওয়ার জন্য যোগাযোগের পথ বন্ধ হয়ে যাবে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানো শুরু করে রুশ বাহিনী।