ইউক্রেনের ওদেসায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায় রাশিয়া নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আঞ্চলিক সেনা প্রশাসন। আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলা হয়, ওদেসার আঞ্চলিক সেনা প্রশাসনের মুখপাত্র সেরগেই ব্রাতচুক গণমাধ্যমকে বলেন, গতকাল সোমবার রুশ সেনাবাহিনী একটি যুদ্ধবিমান থেকে ওদেসার একটি শপিং সেন্টার ও দুটি হোটেলে তিনটি হাইপারসনিক ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ব্রাতচুক বলেন, ক্ষেপণাস্ত্রগুলো ‘পর্যটকদের স্থানে’ আঘাত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনএন আহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
ক্ষেপণাস্ত্র আঘাতের স্থান সম্পর্কে সেনা মুখপাত্র সুনির্দিষ্ট করে বলতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দুটি ভিডিও সিএনএন যাচাই করে দেখেছে। ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত হোটেলের দৃশ্য দেখানো হয়েছে।
এ নিয়ে রুশ বাহিনী ওদেসা অঞ্চলে দুটি হোটেলে হামলা চালিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, হোটেলগুলোয় কারা থাকেন বা কেন সেগুলোয় হামলা চালানো হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।
ইউক্রেনের আর্মড ফোর্সেস সাউদার্ন অপারেশনাল কমান্ড গণমাধ্যমকে জানিয়েছে, একটি শপিং সেন্টারে সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।