ইউক্রেনের কয়েকটি শহরে রুশ হামলা, নিহত ৯
ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে। পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ছাড়া খারকিভের উত্তরপূর্বাঞ্চলে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে সোমবার এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, লভিভ শহরে তিনটি সামরিক স্থাপনা এবং গাড়ির টায়ার মেরামতের দোকানের ওপর চারটি রকেট এসে পড়ে। এতে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। এ সময় বড় আকারের বিস্ফোরণ ঘটে এবং শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। কাস্পিয়ান সাগরের দিক থেকে আসা যুদ্ধবিমান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা ইউক্রেনীয় কমান্ডারদের।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ অভিযানে এতদিন লভিভের ওপর তেমন কোনো আক্রমণ হয়নি। তবে লভিভে এ আক্রমণ এমন এক সময়ে হলো- যখন গত রাতেই বেশ কয়েকটি ইউক্রেনীয় শহরের ওপর রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে।
অন্যদিকে, খারকিভ শহরে আবাসিক ভবনের ওপর রুশ বাহিনী গোলাবর্ষণ করলে অন্তত দুজন বেসামরিক লোক নিহত হয়। রাজধানী কিয়েভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভেতরে মোট ৩১৫টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হেনেছে। উত্তরের খারকিভ ও দক্ষিণের বন্দরনগরী ওডেসার কাছে মিকোলায়েভের ওপরও আক্রমণ হয়েছে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের ওপর পূর্ণমাত্রার আক্রমণ চালানোর আগে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া।
দক্ষিণপূর্বের অবরুদ্ধ মারিউপোল শহর থেকে পাওয়া খবরে জানা গেছে, রুশ বাহিনী শহরটি থেকে কাউকে বের হতে বা তাতে ঢুকতে দিচ্ছে না।
শহরের মেয়রের একজন উপদেষ্টা বলেন, শহরের বিভিন্ন এলাকার মধ্যে আসা-যাওয়া করতে হলে বাসিন্দাদের একটি পাস নিতে হবে এবং কিছু লোককে হয়তো ইচ্ছের বিরুদ্ধে ধরে রাশিয়া নিয়ে যাওয়া হতে পারে।
ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেসচুক বলেছেন, মারিউপোল ও অন্য শহরগুলোতে অবরুদ্ধ হয়ে থাকা লোকজনকে নিরাপদে বের হয়ে যেতে দেওয়ার জন্য রুশদের সঙ্গে এখনও কোনো ঐকমত্য হয়নি।