রাশিয়ার সংবাদ সংস্থার প্রতিবেদন
ইউক্রেনের জাপোরঝিয়া অঞ্চলে চালু হচ্ছে রুশ পাসপোর্ট!
ইউক্রেনের আংশিক অধিকৃত জাপোরঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষ রুশ পাসপোর্ট চালু করতে যাচ্ছে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস আজ বুধবার এ তথ্য জানিয়েছে।
আগামী রোববার থেকে জাপোরঝিয়া অঞ্চলে রাশিয়ার পাসপোর্ট ইস্যু করা শুরু হবে বলে অঞ্চলটিতে মস্কো স্থাপিত সামরিক-প্রশাসনিক কর্তৃপক্ষের প্রধান এভজেনি বালিৎস্কি জানান।
এভজেনি বালিৎস্কি বলেন, কাকতালীয়ভাবে রাশিয়ার স্বাধীনতা দিবস ১২ জুন পাসপোর্ট ইস্যু শুরু হতে পারে।
২০২২ সালের মধ্যেই ইউক্রেনের জাপোরঝিয়া অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে অঞ্চলটিতে গণভোটের আয়োজন করা হবে বলে জানায় সেখানকার রুশপন্থি প্রশাসন।