ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় রাশিয়া : জেলেনস্কি
রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করতে চায় বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত ভিডিওবার্তায় গতকাল শনিবার এ কথা বলেন তিনি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেন, ‘রুশ সৈন্যদের লক্ষ্য কী? তারা মূলত দনবাস (পূর্বে) এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল উভয়ই দখল করতে চায়৷’ তিনি আরও বলেন, ‘আর আমাদের লক্ষ্য কী? আমাদের স্বাধীনতা, ভূমি, মানুষ ও নিজেদের রক্ষা করা।’
এ সময় অবরুদ্ধ দক্ষিণের মারিউপোল বন্দর রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ায় ইউক্রেনীয় বাহিনীর প্রশংসা করেন জেলেনস্কি।
এদিকে, কয়েক সপ্তাহে রুশ বাহিনীর ভারী বোমা হামলায় মারিউপোল শহর বিধ্বস্ত হয়ে গেছে।
অন্যদিকে, রুশ সেনাদের কাছ থেকে কিয়েভ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।
ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার স্থানীয় সময় শনিবার জানান, রাজধানী কিয়েভসহ আশপাশের এলাকাগুলো পুনরায় নিজেদের দখলে নিয়েছে ইউক্রেনের সেনারা।
তবে, হান্না মালিয়ার এমন দাবির বিষয়ে রাশিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।