ইউক্রেনের ভিনিৎসিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২৩
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। বৃহস্পতিবার মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে রুশ হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, রাশিয়ার সর্বশেষ এই হামলাকে ‘প্রকাশ্য সন্ত্রাসবাদ’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও সংবাদমাধ্যম বিবিসি।।
দ্য হেগে ইউরোপীয় কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘(মধ্য ইউক্রেনের ভিনিৎসিয়া শহরে) আটটি রকেট দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে দুটি শহরের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। এ হামলায় ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। এ ছাড়া সেখানে আরও বহু মানুষ আহত হয়েছেন।’
অবশ্য উদ্ধারকারীরা পরে জানান, রাশিয়ার এ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আরও ৩৯ জনের সন্ধান পেতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।
এএফপি বলছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি এই হামলায় ‘শঙ্কিত’ হয়েছেন। এ ছাড়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই হামলাকে ‘নৃশংসতা’ বলে নিন্দা জানিয়েছে। এ হামলার জন্য উভয়েই (রাশিয়াকে) জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার আক্রমণের জন্য একটি ‘বিশেষ ট্রাইব্যুনাল’ চালু করতে ইউরোপীয় এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের অনুরোধ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আন্তর্জাতিক অপরাধ আদালত তার এখতিয়ারের অধীনে যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যার মতো অপরাধের জন্য দোষীদের জবাবদিহিতার আওতায় আনবেন।’