ইউক্রেনের যুদ্ধাপরাধকে অবজ্ঞা করছে পশ্চিমা বিশ্ব : পুতিন
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পশ্চিমা বিশ্ব ইউক্রেনের যুদ্ধাপরাধকে অবজ্ঞা করছে।’ বিবিসির প্রতিবেদনে মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।
গত ২৯ মার্চের পর এই প্রথম ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বললেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই ফ্রান্সের নেতা এ সংকট নিরসনে এগিয়ে এলে একাধিকবার ফোনে ম্যাক্রোঁর সঙ্গে কথা হয় পুতিনের। এমনকি মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠকেও বসেন ম্যাক্রোঁ।
ক্রেমলিন এক বিবৃতিতে কিছু মন্তব্য যুক্ত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ভ্লাদিমির পুতিনের ফোনালাপে এসব কথা হয়েছে।
ক্রেমলিনের ওই বিবৃতিতে বলা হয়, পশ্চিমা বিশ্বকে অবশ্যই ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। ক্রেমলিনের দাবি, কিয়েভ সংঘাত বন্ধের বিষয়ে আলোচনায় গুরুত্ব দিচ্ছে না।
রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন যুদ্ধাপরাধ করছে বলে এর আগেও দাবি করেছিলেন ভ্লাদিমির পুতিন।
বাস্তবে বুচাসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যেরাই ব্যাপক নৃশংস ও নিষ্ঠুরভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়।