ইউক্রেনের রাজধানীতে কারফিউর সময় বাড়ল
ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউর সময় বাড়িয়ে বিকেল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় আজ শনিবার থেকেই এই কারফিউ জারি করার নির্দেশ দিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিতৎস্কো।
এর আগে গতকাল রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। এখন এর সময়সীমা বাড়ানো হলো।
টুইটে কিয়েভের মেয়র ভিতালি ক্লিতৎস্কো বলেন, ‘কারফিউ চলাকালে সড়কে পাওয়া বেসামরিক নাগরিকদের শত্রুপক্ষের ষড়যন্ত্রকারী দলের এবং বিরোধী গোষ্ঠীর সদস্য গণ্য করা হবে।’
ইউক্রেনে আগ্রাসন চালিয়ে দেশটির রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এরই পরিপ্রেক্ষিতে কারফিউয়ের সময়সীমা বাড়াল কিয়েভ শহর কর্তৃপক্ষ।