ইউক্রেনে চার হাজার বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইউক্রেনে চার হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে, নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা করছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। খবর রয়টার্স ও আল জাজিরার।
ওএইচসিএইচআর-এর তথ্য বলছে—রুশ অভিযানে ইউক্রেনে মোট চার হাজার ৩১ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশির ভাগই ভারী কামান ও বিমান হামলায় নিহত হয়েছে। যদিও রাশিয়া বরাবরই বলে আসছে যে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না।
এদিকে, রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার।
পর্যালোচনা করে কেএসই আরও জানায়, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়াসহ অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে।
ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, পুনর্গঠনের জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের প্রয়োজন।