ইউক্রেনে দুই রুশ সেনার সাড়ে ১১ বছর কারাদণ্ড
ইউক্রেনের একটি আদালত রাশিয়ার দুই সেনাকে সাড়ে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে। পূর্ব ইউক্রেনের একটি শহরে বোমা হামলা চালানোর অভিযোগে এই দণ্ড দেন আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর দ্বিতীয়বারের মতো যুদ্ধাপরাধের মামলার রায় হলো এবার।
মধ্য ইউক্রেনের কোতেলেভস্কা জেলার একটি আদালতে কাঁচঘেরা ঘরে দাঁড়িয়ে নিজেদের বিরুদ্ধে দেওয়া রায় শোনেন রাশিয়ার সেনা সদস্য আলেক্সান্দার ববিকিন ও আলেক্সান্দার ইভানোভ। গত সপ্তাহে তারা দুজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে ইউক্রেনের আদালতটির পক্ষ থেকে জানানো হয়।
অন্যদিকে, নেদারল্যান্ডসের রাজধানী হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার ৬০০ জনকে যুদ্ধাপরাধী হিসেবে শনাক্ত করেছে বলে দাবি করে ইউক্রেন। আন্তর্জাতিক আদালতে প্রায় ৮০ জনের বিচার শুরু হয়।
সন্দেহভাজনদের তালিকায় রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় লোকজন, রাজনীতিবিদ ও প্রোপাগান্ডা এজেন্টরা রয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, ইউক্রেনে এ মামলার তদন্তকাজে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে এস্তোনিয়া, লাটভিয়া ও স্লোভাকিয়া।
এ ছাড়া যুদ্ধাপরাধের মামলার কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ইউক্রেনের রাজধানী কিয়েভে কার্যালয় খুলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।