ইউক্রেনে প্রায় ৩৫০০ বেসামরিক হতাহত : জাতিসংঘ
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৪৫৫ জন বেসামরিক হতাহত হয়েছে।
এদের মধ্যে নিহত ১৪০০ জনেরও বেশি এবং আহত ২ হাজারেরও বেশি বলে জানিয়েছে তারা।
বিবিসি জানিয়েছে, একটি রক্ষণশীল হিসাব থেকে এসব সংখ্যা পাওয়া গেছে এবং প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বিশ্বাস জাতিসংঘের।
সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে। সম্প্রতি স্বঘোষিত এই স্বাধীন প্রজাতন্ত্র দুটিকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই প্রজাতন্ত্র দুটিকে ইউক্রেনের কবল থেকে মুক্ত করতে তারা সেখানে কিয়েভের অনুগত বাহিনীগুলোর বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি মস্কোর।
অপরদিকে রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেনে ‘গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
কিয়েভের নিকটবর্তী বুচা শহরের রাস্তায় অন্তত ২০টি লাশ পড়ে আছে, এমন খবর হওয়ার পর জেলেনস্কি এ অভিযোগ করেছেন।