ইউক্রেনে সোভিয়েত আমলের ট্যাংক পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র
ইউক্রেনের জন্য সোভিয়েত যুগে তৈরি করা টি-৭২ ট্যাংক ও বিভিপি-১ সাঁজোয়া যান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার ইউক্রেনে রুশ অভিযান ৪২তম দিনে গড়িয়েছে। বিভিন্ন শহরে দুই পক্ষের লড়াই অব্যাহত আছে। এর মধ্যেই চেক প্রজাতন্ত্রের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, পাঁচটি ট্যাংক ও পাঁচটি সাঁজোয়া যান নিয়ে একটি ট্রেন ইউক্রেনের উদ্দেশে রওনা করেছে।
চেক প্রজাতন্ত্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে রয়টার্সও খবরটি নিশ্চিত করেছে। চেক প্রজাতন্ত্র হবে প্রথম ইইউভুক্ত দেশ, যেটি রুশ অভিযান শুরুর পর ইউক্রেনে সরাসরি আক্রমণাত্মক অস্ত্র পাঠিয়েছে।
চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী জানা চেরনোচোভা পার্লামেন্টে বলেন, ইউক্রেনে সহযোগিতা পাঠানোর বিষয়টি বিস্তারিত আকারে ব্যাখ্যা করতে রাজি নন তিনি। আবার বিষয়টি অস্বীকারও করছেন না।
তিনি বলেন, ‘আমি শুধু আপনাদের আশ্বস্ত করতে চাই, চেক প্রজাতন্ত্র সাধ্যমতো ইউক্রেনকে সহযোগিতা করছে। হালকা ও ভারী দুই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহের মধ্য দিয়ে এ সহযোগিতা অব্যাহত থাকবে।’