ইউক্রেনে স্কুলে বোমা হামলায় নিহত ৬০ : জেলেনস্কি
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের বিলোহোরিভকা গ্রামের একটি স্কুলে রাশিয়ার হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি নিশ্চিত করেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে, হামলার শিকার স্কুল ভবনটিতে থাকা সবাই নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছিলেন লুহানস্কের গভর্নর সেরহিই হ্যাইড্যাই।
পরে লুহানস্কের গভর্নর জানান, বিমান হামলায় করা একটি বোমা স্কুলে পড়েছে। পুরো ভবনটি ধ্বংস হয়ে গেছে। ৯০ জনের মতো সেখানে আশ্রয় নিয়ে অবস্থান করছিল। ধ্বংসাবশেষ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে।
লুহানস্কের গভর্নর দাবি করেছেন, গত শনিবার একটি রুশ বিমান স্কুলটিতে বোমা ফেলেছিল; তবে রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।